রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে ডিটেনশনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা সরকার আবু ফেরদৌস মো. মহসিন হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কাউনিয়ার তপিকল বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সরকার আবু ফেরদৌস মো. মহসিন হীরা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা।
স্থানীয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ান। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
গ্রেপ্তারের বিষয়টি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ নিশ্চিত করেছেন।








































আপনার মতামত লিখুন :