Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
হাটনগর ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়

ধামইরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ


দৈনিক পরিবার | মাসুদ সরকার নভেম্বর ১৩, ২০২৫, ০৭:৫৮ পিএম ধামইরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলার হাটনগর ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কার্যক্রমে সভাপতিত্ব করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি জয়পুরহাট জেলা শহীদ জিয়া কলেজের সহকারী অধ্যাপক (গনিত) মিজানুর রহমান মিজান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির বগুড়া এরিয়া ম্যানেজার রাজন দাস, প্রাক্তন শিক্ষক রেবেকা সুলতানা, সাংবাদিক এম এ মালেক। 
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনহা আক্তারের সঞ্চালনায় বিদ্যালয়ের পাঠদান ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রধান শিক্ষক আরশী মোস্তাকিম। 
বক্তাগণ বর্তমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিজেদের সন্তানকে নৈতিকতা শিক্ষা ও ক্রীড়া-বিনোদনের সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর