Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০৫:২৪ পিএম সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (৯ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। 
এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। 
এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন AMAN এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করেন।

Side banner