Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নওগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ৩, ২০২৫, ০৯:১৪ পিএম নওগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার মোট ছয়টি আসনের মধ্যে নওগাঁ-৫ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
ঘোষিত প্রার্থীরা হলেন নওগাঁ-১ (সাপাহার- পোরশা-নিয়ামতপুর); মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট); সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী): ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা): একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর): রেজাউল ইসলাম (রেজু)।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, দলের মহাসচিব পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, নওগাঁ-৫ আসনের নাম স্থগিত রাখা হয়েছে। খুব দ্রুতই এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে আশা করছি।
তিনি আরো বলেন, দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর সব আসনই বিএনপির ঘাঁটি ছিল। এখন সবাই একসঙ্গে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

Side banner