আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আট আসনের মধ্যে সাতটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটিতে ঘোষণা করা হয়নি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। তবে টাঙ্গাইল ৫ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। টাঙ্গাইল-৮টি আসনের মধ্যে ৭টিতেই একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিল।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন।
বিএনপির নেতাকর্মীদের ধারণা টুকু ও ফরহাদের মধ্যে যে কেউই টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।








































আপনার মতামত লিখুন :