Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

রাজনীতি একেবারেই বুঝি না: অপরাজিতা আঢ্য


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ০৯:২৫ এএম রাজনীতি একেবারেই বুঝি না: অপরাজিতা আঢ্য

ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্র সবসময় সোজা কথা সোজাসাপ্টা ভাবেই বলতে অভ্যস্ত তিনি। সম্প্রতি রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ও ব্যক্তিগত সমালোচনা নিয়ে অকপটে নিজের মতামত জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, ‘চায়ে পে চর্চা’ হোক এটা আমিও চাই। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তখন আমার ভীষণ ভালো লাগে।’ 
‘একদিন আমি দেখেছিলাম আমাকে নিয়ে গোল টেবিল বৈঠক হয়েছিল, আমি তখন ওখানে গিয়ে বলেছিলাম এই যে আমাকে নিয়ে তোমরা আলোচনা করছ তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি।’
তার কথায়, ‘আমার কথা শুনে হয়তো সবাই খুব ইতস্তত বোধ করছিলেন কিন্তু আমার মনে হয়েছিল যে আমাকে নিয়ে যখন কেউ চর্চা করছে তখন কিছুক্ষণের জন্য সে নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকতে পারছে। ব্যাপারটা দেখে আমার মধ্যেও পজিটিভ ভাইভ কাজ করে।’
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অপরাজিতা মনে করেন, সব বিষয় সবার জন্য নয়। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি রাজনীতি একেবারেই বুঝি না। তাই আমি কোনোদিন রাজনীতিতে যোগ দেব না। আমি মনে করি, সবটা সবার জন্য নয়। তাই যেটা আমি বুঝি না সেই ব্যাপারে আমি থাকি না।’

Side banner