Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ২৮, ২০২৫, ১২:৪৬ পিএম নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি 

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তিনি এবার লন্ডন থেকে ঘোষণা দিলেন, একইসঙ্গে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে।
সৃজিত মানেই যেখানে রহস্যের ঘনঘটা, সেখানে তার প্রথম ইংরেজি ছবির বিষয়বস্তু হিসেবে কোনান ডয়েলকে বেছে নেওয়া যেন সেই রহস্যেরই প্রতিচ্ছবি। ছবির নাম রেখেছেন ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।
যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা। এই বিষয়ে সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন।
নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেফতার হওয়ার ঘটনা দিয়ে। এরপরের রহস্য কী? সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বাকি সব চমক তিনি বড় পর্দার জন্যই তুলে রেখেছেন।
প্রসঙ্গত, এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে ‘শেখর হোমস’ নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনেতা কে কে মেনন এবং রণবীর শোরে অভিনয় করলেও পরে সৃজিত সরে যাওয়ায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।
সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’
তবে সবচেয়ে বড় কৌতূহল ইংরেজি এই ছবিতে গোয়েন্দা এবং তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কারা অভিনয় করছেন? এই বিষয়েও পরিচালক-প্রযোজক এখন মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের নীতি, সব কিছুই ‘ক্রমশ প্রকাশ্য’।

Side banner