Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
জলবায়ু ঋণ বাতিল ও উপকূল রক্ষার দাবিতে মানববন্ধন

পাথরঘাটায় ক্লাইমেট একশন ডে পালিত


দৈনিক পরিবার | মল্লিক এম আই বুলবুল সোহেল অক্টোবর ২৪, ২০২৫, ০৫:৩৭ পিএম পাথরঘাটায় ক্লাইমেট একশন ডে পালিত

বরগুনার পাথরঘাটায় ‘ক্লাইমেট একশন ডে’ উপলক্ষে জলবায়ু বিপর্যয়ের কবল থেকে কৃষি, মৎস্য, পরিবেশ ও উপকূলের জেলেদের রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা আজ মারাত্মক হুমকির মুখে। কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্রের অগ্রাসনে বসতভিটা হারাচ্ছে হাজারো মানুষ। এ পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ঋণ বাতিল, পুনর্বাসন সহায়তা বৃদ্ধি এবং উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশকর্মী, শিক্ষার্থী, জেলে প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, গাছ লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ‘জলবায়ু ন্যায়বিচার চাই’ ও ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে একযোগে শপথ গ্রহণ করেন।

Side banner