Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

গাইবান্ধায় ফিস্টুলায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনে ছাগল বিতরণ


দৈনিক পরিবার | শাহিন নুরী অক্টোবর ২৩, ২০২৫, ০১:০১ পিএম গাইবান্ধায় ফিস্টুলায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনে ছাগল বিতরণ

গাইবান্ধায় ফিস্টুলায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২২ অক্টোবর) ছাগল বিতরণ করা হয়েছে। 
স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কারিগরি সহায়তায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগিতায় পাঁচজন ফিস্টুলা আক্রান্ত মাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের মধ্যে এককালীন এই ছাগলগুলো প্রদান করা হয়। 
ল্যাম্ব এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের গাইবান্ধা জেলা ফিল্ড অফিসার ডা. শাহিন আকতার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাম্ব ফিস্টুলা প্রোগ্রামের জেলা ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম শরিফ, অফিস সহকারী মিস্টার কমল হেমব্রম ও উপকারভোগী ফিস্টুলা আক্রান্ত মায়েরা ও তাদের অভিভাবক। 
ফিস্টুলা আক্রান্ত রোজিনা বেগম বলেন, এই ছাগল পেয়ে তিনি অনেক খুশি। তিনি এতো খুশি হয়েছেন যে, তা ভাষায় প্রকাশ করতে পারবেন না। যারা এই ছাগল দিয়েছে তাদের জন্য অনেক দোয়া করেন। এছাড়া মোছা. রাণী বেগম বলেন, এই ছাগল দিয়ে তিনি তাঁর ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান। 
ফিস্টুলায় আক্রান্ত রোগীরা হচ্ছে গাইবান্ধা ফুলছড়ির রোজিনা, গোবিন্দগঞ্জের শুকু রাণী কর্মকার, বগুড়া সারিয়াকান্দির চামেলি বেগম, মোছা. রমিছা বেগম ও বগুড়া গাবতলী উপজেলার মোছা. রমিছা বেগম।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারবাহিকতায় ১ অক্টোবর থেকে মহাস্থানগর হাট, শিবগঞ্জ, বগুড়া থেকে শুরু করা হয়। এরপর একইদিনে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মোট ছয়জন ফিস্টুলা আক্রান্ত রোগীদের একটি করে ছাগল বিতরন করা হয়। সেসময় ছাগল বিতরণ করেন ল্যাম্বের ফিস্টুলা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ।

Side banner