Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি: জয়া আহসান


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৩৪ পিএম ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি: জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া। 
জয়ার প্রাকৃতি প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাহারি ছাদবাগানে নানা ধরনের গাছ-গাছালি আর সবুজের সমারোহে ভরে আছে জয়ার ছাদ।
ভিডিওতে জয়াকে তার ছাদবাগানের লাউ, লেবু এবং ফুলগাছ পরিচর্যা করতে দেখা যায়। লাউ গাছ থেকে তাজা লাউ হাতে তুলে নিচ্ছিলেন তিনি। এই সময়ই অকপটে হাসতে হাসতে জয়া বলেন, ‘সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, আমার মাথায় তেল।’
এদিকে জয়া ভিডিওর ক্যাপশনে অ্যালিস বি. টোকলাসের উক্তি লিখেছেন, ‘নিজ হাতে ফলানো সবজি তোলার মতো সন্তোষজনক বা রোমাঞ্চকর আর কিছুই নেই।’ 
লাইটস-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার থেকে দূরে, এমন সাদামাটা ঘরোয়া মুহূর্তে জয়াকে দেখে মুগ্ধ তার ভক্তরা। তারকা হওয়া সত্ত্বেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং নিজেকে আড়াল না করার এই ভঙ্গিটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
গাছ পরিচর্যার ফাঁকে জয়া জানান, বাগানের একটি বিশেষ লেবু গাছ তাকে উপহার দিয়েছিলেন তাদের লাইট ম্যান নান্নু ভাই, যা তিনি এনেছিলেন বাগেরহাট থেকে। এছাড়া ভিডিওতে জয়া তার ফুল গাছের মরে যাওয়া ফুল এবং ছোট শিম গাছের কথাও উল্লেখ করেন।

Side banner