Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২, ২০২৫, ০৪:১৯ পিএম বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) অধিকার আদায় ঐক্য পরিষদ কর্তৃক নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করে। 
মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন। গতকাল প্রেস ক্লাবে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করেন। 
কর্মসূচির মধ্যে রয়েছে ১। মাসিক রিপোর্ট বন্ধ
২। ৬ ডিসেম্বর/২০২৫ থেকে ১১ ডিসেম্বর/২০২৫ এ ঘোষিত সেবা সপ্তাহ বর্জন 
৩। ২ ডিসেম্বর/২০২৫ থেকে ১১ ডিসেম্বর/২০২৫ পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি পালন।
৪। কর্ম বিরতির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ স্ব স্ব উপজেলা অফিসে অবস্থান করবেন ।
অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সাকীরুন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ ইমরান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি নাজমা আক্তার, মাসুকা আক্তার, কেন্দ্রীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম প্রচার সম্পাদক রেখা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্য মো. হাসান সরকার, নেয়ামত সরকার, সোহাগ সরকার প্রমুখ।

Side banner