Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে কৃষিবিদ পলাশ 

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি


দৈনিক পরিবার | ফয়সল আহমেদ খান ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:১৬ পিএম জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঞ্ছারামপুর উপজেলা, পৌর  বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং  বিভিন্ন মাদরাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিএনপর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এ দোয়া মাহফিল উজানচরের রাধানগর মাদ্রাসা মাঠে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন।
তিনি আরো বলেন, আমার নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা বলেন, দল-মত-নির্বিশেষে আজ দেশের সব মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন। আমাদেরও দোয়া করা ছাড়া বিকল্প কিছু নেই।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লা আল মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ভিপি সাজ্জাদ, ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, বিএনপি নেতা রুস্তম আলী, উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম প্রমুখ। 
‎এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Side banner