Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

এ কারণেই বোকা হয়ে থাকার ভান করি: জাহ্নবী কাপুর


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ২৬, ২০২৫, ১০:৩৫ এএম এ কারণেই বোকা হয়ে থাকার ভান করি: জাহ্নবী কাপুর

ফিল্মি পরিবার থেকেই অভিনয় জগতে আসেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দ্রুতই। কিন্তু সেই শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন; আর তা নিয়ে তোলপাড় নেটদুনিয়া।
সম্প্রতি জাহ্নবী কাপুর জানালেন, বলিউডে টিকে থাকতে অনেক সময় নিজেকে ‘বোকা’ ভাব দেখাতে হয়। বলেন, পুরুষ সহকর্মীদের ‘মেল ইগো’ বোঝার চেষ্টা করা এবং নিজের ওপর অতিরিক্ত চাপ না দেওয়াই নিরাপদ উপায়।
সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, উত্তরে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না, যে কারণে বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়।’
জাহ্নবী বলেন, “একইসঙ্গে এতে কারও বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।”
জাহ্নবী আরও বলেন, ‘আমি জানি আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই। কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্বেও মাথায় রাখা প্রয়োজন যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে।’

Side banner