Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
নিহত ২, আহত ৪

ধামইরহাটে ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে


দৈনিক পরিবার | মাসুদ সরকার অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৩৭ পিএম ধামইরহাটে ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

নওগাঁর ধামইরহাটে গরুবোঝায় ভুটভুটি ও মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা ভেবে  সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে ভুটভুটি যোগে কয়েকজন গরুর ব্যবসায়ী যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর গ্রামের বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জঘমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 
আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজের ভুটভুটি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে মৃুত্যুবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের সুু-চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

Side banner