আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান মধু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু। ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য আল-মামুন ও পলাশ মাহমুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনিসহ উপজেলা, পৌর, ১১ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
প্রস্তুতিমুলক সভায় আগামী ২৭ অক্টোবর যশোর জেলা ও ৩০ অক্টোবর ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের প্রতিষ্ঠাবাষিকী যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।








































আপনার মতামত লিখুন :