লালমনিরহাটে “ডিজিটাল বিশ্বে শিশুদের ক্ষমতায়ন করুন, বাল্যবিবাহের নিরাপদ শৈশব বন্ধ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোস্যাল চেইঞ্জ ফর উইমেন এন্ড ইয়ং পিপুল লিড ইনিশিয়েটিভ প্রকল্প স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধাইরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। বক্তব্য রাখেন খেলার পরিচালক মাহবুবুর রহমান, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান প্রমুখ। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রোগ্রাম অফিসার এস. এম মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ রমজান আলী, খেলার পরিচালক মিলন কবির সুমনসহ অভিভাবক, লালমনিরহাট পৌরসভা, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের কিশোরী ফুটবল খেলোয়ারবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত কিশোরী খেলোয়ার ও অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১বছরের আগে বিবাহ না দেয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন।
খেলায় কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র ও পলাশ শিশু বিকাশ কেন্দ্র মুখোমুখি হয়। খেলায় কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র ১-০ গোলে জয়লাভ করে। কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র জয়লাভ করেছে।
খেলা শেষে কৃষ্ণচূড়া শিশু বিকাশ কেন্দ্র চ্যাম্পিয়ান ও পলাশ শিশু বিকাশ কেন্দ্র রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
আপনার মতামত লিখুন :