জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিংনা নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা এতিমখানা, হেফজ ও কিতাবখানা মাঠে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার উদ্যোগে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, মাদ্রাসার ১০ হেফজ শিক্ষার্থী হেফজ শেষ করায় তাদের পেস্ট দিয়ে সম্মান দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এ উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
দশ জন শিক্ষার্থী হেফজ শেষ করায় তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব শফিকুল ইসলাম বলেন, ১০ জন হেফজ শিক্ষার্থীর হেফজ শেষ হওয়ায় তাদেরকে সম্মাননা দেওয়া হয় ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :