চট্টগ্রামের লোহাগাড়ায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে মাঠে নেমেছে থানা প্রশাসন। সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানের পর ফুটপাতগুলো আবারও দখল হয়ে যাচ্ছে কিনা এমন আশঙ্কা থেকে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও টিআই হাসানুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা মহাসড়কের দুপাশে হেঁটে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনা বা দোকানপাট স্থাপন না করার নির্দেশ দেন। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান ফুটপাত সবার, এটি দখল নয় বরং সংরক্ষণ করুন।
এই বিষয়ে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উচ্ছেদের পর ফুটপাত দখলের পুনরাবৃত্তি রোধে নিয়মিত মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান ও পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয়রা থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শহরের যানজট কমবে এবং পথচারীদের চলাচল অনেক সহজ হবে।
আপনার মতামত লিখুন :