শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে কুড়িগ্রাম জেলাজুড়ে সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় সকাল থেকে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
সকাল ১০টা থেকে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
বক্তারা বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছেন, অথচ তাদের ওপর নির্যাতন করা লজ্জাজনক ও অমানবিক। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুড়িগ্রাম জেলা শিক্ষক সমিতির নেতারা জানান, শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দ্রুত বাস্তবায়ন সহ শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকা ও সোশ্যাল মিডিয়া জানতে পেয়েছি। এ বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। আমরা চাই তারা ক্লাস নিবেন, সরকার সময় মত যতটা পারে তাঁদের দাবি দাওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।
কর্মবিরতির কারণে জেলার শতশত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা গেছে। তারা বলেন, সরকার শিক্ষকদের দাবি পূরণ করে আমাদের পাঠদানের ব্যবস্থা করে দেবেন বলে আমরা আশাবাদী। আমার ক্লাসে ফিরে যেতে চাই পাঠদান করাতে চাই।
আপনার মতামত লিখুন :