‘সমন্বিত উদ্যোগ ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজারহাট শিশুপার্কে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করেন। তারা উপস্থিত শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণসহ বিভিন্ন নিরাপত্তা কৌশল শিখিয়ে দেন। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কফিল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
একইদিন সকালে উপজেলা প্রশাসন ও লাইটহাউজের যৌথ উদ্যোগে “রিপোর্ট নাউ বিডি” বিষয়ক এক অ্যাডভোকেসি সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লাইটহাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট থানার ওসি নাজমুল আলম লিংকন, লাইটহাউজের উপপরিচালক মোঃ সাদিক আল হায়াত, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মাওলানা কফিল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু তাহের, আনিছুর রহমান লিটন ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত প্রমুখ।
বক্তারা বলেন, বন্যাসহ বিভিন্ন দুর্যোগের সময় ‘রিপোর্ট নাউ বিডি’ প্ল্যাটফর্মটি তথ্য আদান-প্রদানের মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে প্রশাসনকে সহায়তা করতে পারে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির খবর দ্রুত জানাতে পারবেন, যা দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :