পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ইমরান হাওলাদার (২৫)-এর মালিকানাধীন ‘মা টেলিকম’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে তারা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে। তিনি ধুলিয়া ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, আমি রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে গিয়েছিলাম। হঠাৎ ইমরান কুপ্রস্তাব দেন। আমি রাজি না হলে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমি ভয় পেয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে আসি।
সহপাঠী রাফি বলেন, আমাদের সহপাঠী ছবি তুলতে গেলে দোকানদার তাকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আমরা এই ঘটনার বিচার চাই।
তবে অভিযুক্ত ব্যবসায়ী ইমরান হাওলাদার বলেন, আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। কয়েকজন ছবি তুলতে এসেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :