দেশে-বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, উদ্যোক্তা সৃষ্টি, ক্যারিয়ার গাইডলাইন্স ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক বিশেষ কর্মসূচি করেছে এনআরবিসি ব্যাংক।
রবিবার (১২ অক্টোবর) শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, ব্যাংকিং সেবা গ্রহণে সহায়তার লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংক একটি স্টল স্থাপন করেছে।
রবিবার এই স্টলের উদ্বোধন করেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হারুনুর রশীদ, রিটেইল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. সাফায়েত কবীর, নয়াবাজার শাখার ব্যবস্থাপক আসিফ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাথী হাসান জুয়েল।
শিক্ষার্থীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনআরবিসি ব্যাংকের স্পেশাল প্রডাক্ট ‘নিউজেন’।
স্টলে শিক্ষার্থীরা বিনামূলে অ্যাকাউন্ট খুলতে পারছেন। কোনো ধরনের বাৎসরিক চার্জ ছাড়াই এই অ্যাকাউন্টের বিপরীতে শিক্ষার্থীরা মাল্টি ক্যারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন।
এছাড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সহায়তা জন্য প্রয়োজনীয় তথ্য সরবারহ করা হচ্ছে। শিক্ষাজীবন শেষে ক্যারিয়ার গাইডলাইন্স এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সচেতন করা হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা স্টলে প্রয়োজনীয় আর্থিক সেবা এবং পরামর্শ গ্রহণ করতে পারছেন।
আপনার মতামত লিখুন :