Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের মিটিং অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কাজী রেজওয়ান হোসেন সান অক্টোবর ১১, ২০২৫, ০৯:৩২ পিএম অগ্রণী ব্যাংক পিএলসি জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের মিটিং অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্থবায়ন ও জয়পুরহাট অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন। 
আজ ১১ অক্টোবর শনিবার সকাল ৯ টায় অগ্রণী ব্যাংক পিএলসি., জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো: মোজাফ্ফর হোসনে এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো: জুলফকিার আলী আকন্দ। 
এ সময় বক্তারা অগ্রণী ব্যাংকের জয়পুরহাট অঞ্চলের সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধি, খেলাপী ঋণ আদায়, নতুন শ্রেনীকরন রোধ ও ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা-২০২৫ শতভাগ অর্জন , গ্রাহকসেবা আরও সহজীকরণ করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। উক্ত সম্মেলনে জয়পুরহাট অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক,ঋণ র্কমর্কতা,অন্যান্য র্কমর্কতা/র্কমচারী এবং মাঠ সহকারীগন উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা, খেলাপী ঋণ, কু-ঋণ ও ঋণ আদায়ের হার সম্পর্কে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর বিশদ আলোচনা করেন ও খেলাপী ঋন গ্রহিতাদের নিকট থেকে নগদে ১৯ লক্ষ ৪৯ হাজার টাকা আদায় করেন এবং তিনি বলন, জয়পুরহাট আঞ্চলিক কার্যালয় সহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক, খেলাপী ঋণ সমূহ দ্রুত আদায়রে মাধ্যমে শ্রেণীকৃতঋণ মুক্ত অঞ্চল হিসাবে ঘোষনা করার আশাবাদ ব্যক্ত করেন। 
তিনি আরো বলেন খেলাপী ঋণ আদায়ে এ অঞ্চলের কর্মকর্তা/কর্মচারীরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছেন, আশা করা যায় কিছুদিনের মধ্যেই অগ্রণী ব্যাংক পিএলসি. জয়পুরহাট অঞ্চলের ঋণ আদায় হার ৯৯% এ উন্নীত হবে।কোন শ্রেণীকৃত ঋণ না থাকায় অদ্য ১১/১০/২৫ ইং তারিখ হতে জয়পুরহাট অঞ্চলাধীন আওলাই শাখাকে শ্রেণীকৃতঋণ মুক্ত শাখা হিসাবে ঘোষনা করা হয়।

Side banner