Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৪৭ পিএম সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদের প্রধান অতিথি হিসেবে এবং অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল।
অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে।
নতুন এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে এসেছে ১৫ হাজার কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এটি অন্যতম বৃহৎ মূলধন কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।

Side banner