Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৩, ২০২৫, ০৩:১১ পিএম চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)।
ওসি খালেদুর রহমান বলেন, গত শুক্রবার (১০ অক্টোবর) ১০-১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলাই মদ পান করেন। পরদিন ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু হয়। পরে আবার রবিবার (১২ অক্টোবোড়ো) রাতে তিনজন মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে, মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner