Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


দৈনিক পরিবার | মাসুদ সরকার অক্টোবর ৮, ২০২৫, ০৯:৪৮ পিএম ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে নওগাঁর ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনছুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকামাম মাহমুদা, সোনালী ব্যাংক ধামইরহাট শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো. বুলবুল আহম্মেদ, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা প্রমুখ।

Side banner