লালমনিরহাটে “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” স্লোগান নিয়ে ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-(২য় ধাপ) ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারী লালমনিরহাটের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃ দাঃ) বিরোজিনী রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম পিভিএমএস। এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। এ সময় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ প্রশিক্ষণের মেয়াদ ১২ হতে ২৩ অক্টোবর ১০ কার্যদিবস পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :