সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকার ১নং গলি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার আশুলিয়ার থানার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মো. সোবহান মাতবরের ছেলে মো. খোকন মিয়া (৩৭), আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকার ১নং গলির মো. আবুল বাশারের ছেলে মো. ইব্রাহীম হোসেন তমাল (৩২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর মন্ডলপাড়া এলাকার মো. আবুবকর সিদ্দিকের ছেলে মো. রাকিব হোসেন রিদয় (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :