Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ অক্টোবর ৯, ২০২৫, ০৯:৩৮ পিএম লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

লালমনিরহাটে “আপনার চোখকে ভালোবাসুন” স্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় এ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক লালমনিরহাট জেলা সমন্নয়ক মোঃ আশরাফুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা। এ সময় ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, অরবিট চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিখিল চন্দ্র রায় স্বপনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চোখ গুরুত্বপূর্ণ সম্পদ, মানুষকে প্রতিদিন শরীরের যত্ন নিতে হয়, চোখে দৃষ্টি ঠিক রাখতে হবে, চোখের কোন কিছু হলে অবহেলা করা যাবে না।
আলোচনা সভা শেষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

Side banner