Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

মেজর জেনারেল কবীর নিখোঁজ, সীমান্তে সতর্কতা জারি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৫, ০৯:৩৭ পিএম মেজর জেনারেল কবীর নিখোঁজ, সীমান্তে সতর্কতা জারি

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় তদন্তের মুখে থাকা সেন্ট্রাল ইন্টেলিজেন্স টাস্কফোর্সের (সিটিআইবি) সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদকে ধরতে দেশের সব সীমান্ত, স্থল, বিমান ও সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট’ (অবৈধভাবে অনুপস্থিত) ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, যাদের হেফাজতে আসতে বলা হয়েছিল তাদের সবাই সাড়া দিয়েছেন। শুধু একজন রেসপন্স করেননি মেজর জেনারেল কবীর আহাম্মদ। তিনি ৯ অক্টোবর সকাল থেকে নিখোঁজ। সেদিন সকালে তিনি বাসা থেকে বের হন একজন আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, তার সঙ্গে পরিবারেরও আর কোনো যোগাযোগ হয়নি। ১০ অক্টোবর তাকে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ইলিগ্যালি অ্যাবসেন্ট ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে আমরা ডিজিএফআই, এনএসআই এবং বিজিবিকে নির্দেশ দিয়েছি যেন তিনি স্থল, বিমান বা সমুদ্রপথে দেশত্যাগ করতে না পারেন।
তিনি আরও জানান, মেজর জেনারেল কবীর আহাম্মদের গ্রামের বাড়ি নেত্রকোনায়ও সেনাবাহিনীর পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে।
মেজর জেনারেল কবীর আহাম্মদ ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Side banner