Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

বীরগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. আরিফ ইসলাম  অক্টোবর ১১, ২০২৫, ০৭:৩১ পিএম বীরগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তৃণমূল ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ শালবন মিলনায়তনে বীরগঞ্জ উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে  বীরগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরÑ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু। 
এ সময় প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে জয়ী  করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যাপারে প্রতিটি  ঘরে ঘরে পৌছে দিতে হবে। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো গঠন করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। 
এতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ও মহিলা নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আক্কাস আলী, বীরগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বে”ছাসেবক দল, তাঁতিদল, মহিলা দল,ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলী।
অন্যান্য বক্তাগণ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে এই তৃণমূল নেতৃত্বই হলো দলের মূল ভিত্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও পিআর নির্বাচনের বিরুদ্ধে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নিয়মিত ওয়ার্ড প্রতিনিধি সভা আয়োজন করা হয়েছে। জাকির হোসেন ধলু ভাইকে মনোনয়ন দিলে বীরগঞ্জ ও কাহারোল আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি আমাদের সুখে দুঃখের বন্ধু, এমন নেতাকেই আমরা জাতীয় সংসদের সদস্য হিসেবে দেখতে চায়। 

Side banner