লালমনিরহাটে জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শিক্ষা অফিস কার্যালয়ে লালমনিরহাট জেলা শিক্ষা অফিস ও লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীন-এঁর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।
বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা আকমল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা শিক্ষা অফিস ও লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্ত-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ মূলক বক্তব্যে বক্তরা বলেন, শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ঐতিহ্যের সাথে নেতৃত্ব দিয়েছেন মজিবুর রহমান স্যার। শিক্ষায় তাঁর অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় লালমনিরহাট শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা থাকলেও আমরা সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।
পরে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান অবসরপ্রাপ্তকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী লালমনিরহাট জেলা শিক্ষা অফিস ও লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সৌজন্যে প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :