Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

নর্থ মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজিবের জানাজায় মানুষের ঢল


দৈনিক পরিবার | মোহাম্মাদ ইমরান অক্টোবর ২, ২০২৫, ০৯:২৭ পিএম নর্থ মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজিবের জানাজায় মানুষের ঢল

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের প্রবাসী রাজিব শিকদারের জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ আসর ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
দীর্ঘ ২০ দিন পর নানা জটিলতা পেরিয়ে রাজিবের মরদেহ দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙিনায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মমতাজ বেগম কফিনের উপর আছড়ে পড়েন। রাজিবের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের আবহ নেমে আসে।
গত ১২ সেপ্টেম্বর উত্তর মেসিডোনিয়ায় কাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির সঙ্গে নিহত হন রাজিব শিকদার। মাত্র চার মাস আগে তিনি কর্মসংস্থানের উদ্দেশ্যে ওয়ার্কার ভিসায় দেশটিতে যান। রাজিব ছিলেন ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদারের মেঝো ছেলে। পিতার দুই সংসারের কারণে মায়ের সঙ্গে গুণবহা এলাকায় বসবাস করতেন তিনি।
তার জানাজায় ইমামতি করেন ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু, পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুণবহা ইউপি চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে আমীর সৈয়দ নিয়ামুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Side banner