ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির একাধিক (স্বতন্ত্র) প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে এসব প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন।
সূত্র জানায়, সোমবার যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (স্বতন্ত্র), সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক (স্বতন্ত্র), মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ আবু কায়েস সিকদার (স্বতন্ত্র), সাইদউদ্দিন খান জাবেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. হাবিবুর রহমান (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), কর্ণেল (অব.) শাহ মুর্তজা আলী (স্বতন্ত্র), মো. সফিকুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), মো. আবু নাসের (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), সফিকুল ইসলাম (গণ অধিকার পরিষদ), বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী দবিরউদ্দিন (স্বতন্ত্র), ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল (স্বতন্ত্র), এ্যাডভোকেট কে এম জাবির (জাতীয় সমাজতান্ত্রিক দল), মো. মহসিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা (স্বতন্ত্র)।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মনোনয়ন দাখিলকারীদের দুইজন জেলায় এবং বাকী তেরজন বাঞ্ছারামপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।








































আপনার মতামত লিখুন :