প্রথম দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে নেতৃত্ব দেওয়ার পর তৃতীয় ম্যাচে হারালেন অধিনায়কত্ব। শুধু তাই নয়, নেতৃত্ব হারানোর সঙ্গে সঙ্গে একাদশ থেকেও বাদ পড়েছেন সৈকত আলী। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালীর অধিনায়কের দায়িত্ব পালন করছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম শেষে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। এছাড়াও আলোচনায় ছিল হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কনের নাম। কিন্তু সবাইকে অবাক করে সৈকত আলীর ওপর ভরসা রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি সৈকত। তার নেতৃত্বে টানা দুই ম্যাচ হেরেছে নোয়াখালী। সিলেটের বিপেক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও নেতৃত্বে অপরিপক্কতার পরিচয় দেন তিনি।
এমতাবস্থায় নোয়াখালী কর্তৃপক্ষ নেতৃত্বে ভার দিয়েছেন হায়দার আলীর কাঁধে। আর অধিনায়কত্বের দায়িত্ব হারানোর সঙ্গে সঙ্গে দল থেকেও বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার সৈকত আলী।
রাজশাহীর বিপক্ষে নোয়াখালীর একাদশ:
মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, হায়দার আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান, রেজাউর রহমান রাজা ও বিলাল সামি।








































আপনার মতামত লিখুন :