Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে সাকিবের শোক প্রকাশ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৭ পিএম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে সাকিবের শোক প্রকাশ

সকল প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও। 
তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা দিয়েছেন শোকবার্তা। সাকিব আল হাসান শোকবার্তা প্রকাশের পাশাপাশি স্মরণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর অবদানের কথাও। 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সাকিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’
খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
খালেদা জিয়ার মৃত্যুতে এরই মধ্যে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিপিএলে আজকের দুইটি ম্যাচ। বাফুফেও ম্যাচ স্থগিত করেছে। 

Side banner