কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে সম্প্রতি ভারত থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের গাছ, গাছের ডাল ও কাঠসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। গতকাল থেকে ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ সংগ্রহ করতে অনেকে ব্যস্ত হয়ে পড়ে। নদের তীরের শতশত মানুষ নেমেছে এসব সংগ্রহ করতে। এই সব কাঠের সঙ্গে ভেসে আসছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও। এই নিয়ে অনেক আতঙ্কে দিন কাটাচ্ছেন, ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।
সরে জমিনে গিয়ে জানা যায়, কয়েক দিনের ভারীবৃষ্টির কারণে ভারতের পাহাড় ঢলে স্রোতের সাথে নদী দিয়ে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা এবং সেই সাথে ভেসে আসতে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ।
রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার ঘাটে এসব গাছ ও খড়ি সংগ্রহের সময় কয়েকটি বিষাক্ত সাপ দেখা গেছে বলে জানা যায়।
এ সময় স্থানীয় মিলন মিয়া, রিপন মিয়া, কৃষ্ণ চন্দ্র ও দেবেন্দ্রনাথ বলেন, নদীত গাচ, কাট ও খড়ি ধরবের গেচলুং মেলা গাচ, গাচের ঠেল ও খড়ি ধরচং। বর গাচ ধরবের যায়া দেকং অচেনা সাপ সুতি আচে, তকন হামরা গুলে গাচ চারি নাও ঘুরি নিয়ে বারি আসচি বাহে।
অনেকে আবার কাঠ ধরার লোভে জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামছে। এসব কাঠ বিক্রি করে টাকা আয় করবে বলে, তারা এ সব কাজ করছে বলে জানান অনেকে। অনেকে আবার বলছেন দিনে ভালো আছি, রাতে যদি আবার সাপের উপদ্রব বেড়ে যায়, তখন তো অনেক সমস্যা হবে। কেননা আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষ ও অনেক শিশু বাচ্চা আছে। এদিকে ব্রহ্মপুত্র নদের তীরে গেলে দেখা যায়, শতশত মানুষ গাছ, ডাল ও খড়ি ধরে রেখেছে, দেখে মনে হয় কোন মেলা বসেছে নদের তীরে।
আপনার মতামত লিখুন :