Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

বোয়ালমারীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | মোহাম্মাদ ইমরান অক্টোবর ৬, ২০২৫, ০৯:০৯ পিএম বোয়ালমারীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের উদ্যোগে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি ও ইনসাফ সীডসের সত্তাধিকারী মাতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নিয়ামুল হাসান, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ সাজ্জাদ আলী, ব্লাড ব্যাংক অফ বোয়ালমারীর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান এবং বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হুসাইন, আব্দুর রাজ্জাক ও ওহিদুজ্জামান। সমাবেশটির সঞ্চালনা করেন বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। 
এসময় বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অদক্ষ ও অনিয়মিতভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ব্যাংকের সেবার মান ক্ষতিগ্রস্ত করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। তারা দাবি জানান, এস আলম কর্তৃক ওই সময়ে প্রদত্ত সকল অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
তারা আরও বলেন, ব্যাংকের সুনাম নষ্টে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এস আলমের বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে সরকার কর্তৃক জব্দকৃত সম্পদের মাধ্যমে দায়-দেনা সমন্বয়ের দাবি জানান তারা।

Side banner