সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে পূজা মন্ডপের নিরাপত্তায় কঠোর ভূমিকায় রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
সীমান্তবর্তী পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি।
উক্ত পরিদর্শনকালে তিনি বলেন, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লালমনিরহাট জেলা ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ১৪৫টি পূজা মন্ডপের নিরাপত্তা প্রদানে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
পূজা মন্ডপ এলাকায় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে বিজিবি’র টহল দল অত্যন্ত তৎপর আছে এবং প্রতীমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত বিজিবি টহল দলের তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে লালমনিরহাট জেলায় ৮৭টি এবং কুড়িগ্রাম জেলায় ৫৮টিসহ সর্বমোট ১৪৫টি পূজা মন্ডপ রয়েছে। ঐ সকল পূজা মন্ডপ সমূহে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ১৭টি বিওপির মাধ্যমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হতে কঠোর নিরাপত্তা প্রদান ও নিয়মিত পরিদর্শন করে আসছে। যার ফলশ্রুতিতে পূজা মন্ডপ সমূহের সভাপতি, সেক্রেটারী ও সনাতন ধর্মাবলম্বী সকলেই বিজিবি’র প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের কাছে ১৫ বিজিবি অত্যন্ত আস্থার জায়গা দখল করে নিয়েছে।
আপনার মতামত লিখুন :