Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ৬, ২০২৫, ০৪:১৬ পিএম কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় ভেসে এলো এক অজ্ঞাত ব্যক্তির লাশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। 
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশটি শনাক্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশটি সমুদ্র থেকে তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। 
গঙ্গামতি এলাকার ডাব বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, সৈকতের গঙ্গামতি সূর্যোদয় পয়েন্টে আমার একটি ডাবের দোকানে রয়েছে। প্রতিদিনের মতো আজকে সকালে দোকানে আসলে, সৈকতে কিছু একটা ভাসতে দেখি এবং কাছাকাছি গিয়ে দেখি অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসতেছে। পরে আমি কুয়াকাটা নৌ পুলিশকে জানাই। 
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, বর্তমানে টানা বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। আজকের পাওয়া লাশটি জেলেদের হতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। তবে অর্ধগলিত লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner