Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

গোয়ালন্দে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ৬, ২০২৫, ০৪:১৮ পিএম গোয়ালন্দে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের তৃতীয় দিনে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়, যা পরে নিলামে বিক্রি করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। অভিযান চলে পদ্মা নদীর কলাবাগান ছাত্তার মেম্বার পাড়া এলাকায়।
জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সরকার সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু কিছু অসাধু ও মৌসুমি জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে এখনো নদীতে নামছেন।
এই পরিস্থিতিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সকাল থেকেই পদ্মা নদীতে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানের সময় জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। আটক করা নৌকাটি পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়, যা সরকারি কোষাগারে জমা হবে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ২২ দিন জেলেরা কোনোভাবেই নদীতে নামতে পারবে না। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগও নিয়মিত নজরদারি করছে। আমাদের এ অভিযানে নৌ পুলিশ ও কোস্ট গার্ড সহযোগিতা করছে।

Side banner