Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | ইমদাদুল হক  অক্টোবর ৬, ২০২৫, ০৮:৩৫ পিএম পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাই এবং ইসলামি ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে ইসলামি ব্যাংক পাইকগাছা শাখার সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, শাহাদাত হোসেন, হাফেজ মিসবাহুল হক, কাজী মোস্তাক, সাঈদুল ইসলাম, সেলিম ও তারিক মাহমুদ।

Side banner