গাইবান্ধায় সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুদান হিসাবে ভিক্ষুকদের পূর্ণবাসন হিসেবে অটো ভ্যান ও মুদি দোকান করা জন্য মালামাল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পলাশবাড়ী উপজেলা ও পলাশবাড়ী সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার নাজমুল আলম প্রধান অতিথি হিসেবে পলাশবাড়ী ৪ জন ভিক্ষুককে পূর্ণবাসন হিসেবে ৪টি অটো ভ্যান ও সেইসাথে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২ জন ভিক্ষুককে মুদি দোকান করার জন্য ৫০ হাজার টাকার মালামাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, পল্লিউন্নয়ন অফিসার আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :