Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

কমলনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৩, ২০২৫, ০২:৫৫ পিএম কমলনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে বশির সর্দার নামে (৬৫) এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছেন। বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি।
শিশুর পরিবার অভিযোগ, গত শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিশুটি মাদরাসা থেকে বের হয়ে নাস্তা করার জন্য বশির সর্দারের দোকানে গেলে তিনি শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে তার হাতে একটি চিপস ধরিয়ে দিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন।
পরিবার সূত্রে জানা যায়, মাদরাসার ছুটি শেষে বাড়িতে গিয়ে ওই শিশু তার মাকে ঘটনাটি খুলে বলে। তার মা তাকে গোসল করানোর সময় তার জামাকাপড় ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবার তাকে ঘটনাটি জানিয়েছে। তিনি আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার ১৫ জন ব্যক্তি  জানান, অভিযুক্ত বশির সর্দার খারাপ চরিত্রের লোক হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় অর্ধশতাধিক নারী ও শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তারা বিষয়টি নিয়ে থানায় মামলা করবেন। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner