Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
বরিশাল বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন


দৈনিক পরিবার | আবদুল্লাহ আল শাহিদ খান অক্টোবর ৮, ২০২৫, ০২:১২ পিএম কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ছাত্র সংসদ গঠনের উদ্দেশ্যে গঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন (জাভেদ)। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকসু গঠনের প্রক্রিয়া শুরু করলেও কবে নাগাদ কমিটির কাজ শেষ হওয়া বা সংসদ গঠনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি রেজিস্ট্রার ড. মো: মুহসিন উদ্দীন। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে

Side banner