ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সুলতান বাড়িতে বুধবার (১৫ অক্টোবর) ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৪৮৩ জন প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৫১ জনের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, ৫৮ জনের ছানি পরীক্ষা সম্পন্ন হয় এবং ২৩৭ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এসআই রুহুল আমিনের চাচাতো ভাই মোহাম্মদ ফরিদ মিয়া। সঞ্চালনা করেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর শিরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) শেখ মুজাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাইয়ান রহমান রাবি।
এছাড়াও বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক (দাবি) ভানু লাল সরকার ও মো. ইবাদুল হক, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন, রূপসদী শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মহসীন আলী এবং এসএস লিড আব্দুল হান্নান।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ জাবের হাসান (এমবিবিএস, পিজিটি চক্ষু)।
ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই রুহুল আমিনের ভাতিজা আহসানুল্লাহ।
আপনার মতামত লিখুন :