Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ছাই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৫, ২০২৫, ০৫:০০ পিএম সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই এলাকায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আগুন লেগে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি, বিছানাপত্র, আসবাবপত্র, শিক্ষার্থীদের বইপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা লেবু মিয়া বলেন, হঠাৎ দুপুরে দেখি ধোঁয়া উঠছে, তারপর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেলো।
আগুন বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হাসানুর রহমান বলেন, আজ দুপুরে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে, সব হারিয়ে নিংস্ব হয়ে গেলাম।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ আগুন লেগে ১০টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন সবাই খোলা আকাশের নিচে থাকছে। আমি ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর নিয়ে সাহায্যের চেষ্টা করছি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

Side banner