Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৪৭ পিএম টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি

ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে আগামী বছরের ফিফা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সৌদি আরব। মঙ্গলবার রাতে জেদ্দায় অনুষ্ঠিত এশিয়ার চতুর্থ রাউন্ডের গ্রুপ ‘বি’ ম্যাচে এ ফলাফলেই নিশ্চিত হয় তাদের জায়গা।
এটি টানা তৃতীয়বার এবং মোট সপ্তমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে সৌদি আরব। এর আগে ১৯৯৪ সালে অভিষেকের পর ছয়বার তারা ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিয়েছিল।
অন্যদিকে, একই গ্রুপের রানার্স-আপ ইরাককে এখন নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফে নামতে হবে। সেই ম্যাচের বিজয়ী দল পরে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে।
মঙ্গলবারের ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক শুরু করলেও গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধে ইরাকের সালেহ আবু আল-শামাত সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের একাধিক আক্রমণও রুখে দেন ইরাকি গোলরক্ষক জালাল হাসান।
শেষ দিকে ইরাকের ফ্রি কিক ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক নওয়াফ আল-আকিদি। ফলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় ম্যাচ। তাতে এক পয়েন্ট পেয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে সৌদি আরব, আর গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরাক।

Side banner