Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা দিচ্ছে না ইন্দোনেশিয়া


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক অক্টোবর ১২, ২০২৫, ০৯:০৩ পিএম ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা দিচ্ছে না ইন্দোনেশিয়া

আর মাত্র কয়েকদিন পর ইন্দোনেশিয়ার জাকার্তায় পর্দা উঠতে যাচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না ইসরায়েলি ক্রীড়াবিদরা। কারণ, তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া জানিয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা সিটি গভর্নমেন্ট ইসরায়েলের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
স্বাগতিক দেশটির এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন। তাদের দাবি, এই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। এটিকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণই হিসেবে দেখছে ইসরায়েল।
তাই আইনের আশ্রয় নিচ্ছে ইসরায়েল। আইনগতভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জরুরি আপিল করেছে ইসরায়েল।
সম্প্রতি গাজা হত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আওয়াজ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার কাছে একই দাবি তোলা হয়েছে।
কিছু দিন আগেই ৫০ জন ক্রীড়াবিদ এক চিঠিতে উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায়। সেখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন।
উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।

Side banner