Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

লালনের তিরোধান অনুষ্ঠানে ট্রেনের ধাক্কায় মোমিনুল নিহত


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৫১ পিএম লালনের তিরোধান অনুষ্ঠানে ট্রেনের ধাক্কায় মোমিনুল নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মোমিনুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠানে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়ায় লালন সাঁইয়ের মাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলির ছেলে।
মোমিনুল ইসলামের স্ত্রী রূপা খাতুন জানান, গতকাল শুক্রবার বিকেলে গ্রামের বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে যায় মোমিনুল। অনেক ঘোরাঘুরি করে তারা ক্লান্ত হয়ে পড়লে ট্রেনলাইনের পাশে অবস্থান নেয়। এ সময় একটি ট্রেন চলে আসলে মোমিনুল ও তার বন্ধুরা দ্রুত সরে আসতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে মোমিনুলের মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিনুলের।
কুষ্টিয়া থানা পুলিশ মোমিনুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখান থেকে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং তা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এঘটনা জানার পর থেকে মোমিনুলের পরিবারে চলছে শোকের মাতম।
মোমিনুলের মা মেমিনা খাতুন জানান, আমার ছেলে মোমিনুল কয়েক জন বন্ধু নিয়ে লালনের মাজারে অনুষ্ঠানে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শুক্রবার বিকেল তিনটার দিকে। মধ্যরাতে মোবাইলে জানায় ছেলে ট্রেনের ধাক্কায় মারা গেছে।
তার খালা নুরনিহার জানান, খুবই দারিদ্রতার মধ্যদিয়ে সংসার চালাতো। তার একটি শিশু সন্তান রয়েছে। মোমিনুলের মরদেহ বাড়িতে পৌছানোর সাথে সাথে লাশ দেখতে জড়ো হয় শতশত মানুষ।

Side banner